সারা বাংলা

নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে লংমার্চ

নওগাঁয় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা  ঘোষিত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  ( ১৬ অক্টোবর ) দুপুরে ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হ্যালো নওগাঁর আয়োজনে নওহাটা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রস্তাবিত স্থান পর্যন্ত লংমার্চ শুরু করেন স্থানীয় জনগণ।

এসময় বক্তারা নওহাটা মোড়ে কেন বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় তার উপযুক্ত যুক্তি উপস্থাপন করেন। তারা বলেন,  নওহাটা মোড়ের পার্শ্বে বেশ কিছু সরকারি খাস জমিসহ ইউনিয়নে মোট ১১শ ৫০ বিঘা (প্রায় ২ শ ৯৯ একর) জমি আছে। এই জমিগুলো সরকার নিজের হেফাজতে নিয়ে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করলে সরকারের রাজস্ব খাত থেকে জমি অধিগ্রহণের খরচ অনেকাংশেই কমে যাবে। 

এসময় বক্তব্য রাখেন— ১০ নম্বর ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, লে. কর্নেল (অব) আসির উদ্দিন দেওয়ান, বলিহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নাসের, সাবেক শিক্ষা অফিস আফাজ উদ্দীন, সংগঠক মনিরুল ইসলাম মনির, সুইট হোসেন প্রমূখ।