বিনোদন

গান গাইলেন গীতিকার কবির বকুল

বিনোদন প্রতিবেদকঢাকা, ৯ ফেব্রুয়ারি : এশিয়ান টিভিতে ভালবাসা দিবস উপলক্ষে নিজেদের ভালবাসা, সংসার এবং শোবিজে প্রেম ও বিয়ের বাস্তবতা নিয়ে কথা বললেন তারকা দম্পতি কবির বকুল ও দিনাত জাহান মুন্নি। অনুষ্ঠানটি গ্রন্থণা ও উপস্থাপনা করেছেন সাংবাদিক, সংগীত শিল্পী তানভীর তারেক। এই অনুষ্ঠানে মুন্নির গাওয়া জনপ্রিয় গান ‘ও প্রিয়, আমি তোমার হতে চাই’ পরিবেশন করেছে। আর এতে তার সহশিল্পী হিসেবে কন্ঠ মিলিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গীতিকার কবির বকুল নিজেও। অনুষ্ঠানটি শেষ হবে তাদের গাওয়া দ্বৈত গান দিয়ে।

অনুষ্ঠান বিষয়ে গীতিকার কবির বকুল বলেন, ‘নিজেদের প্রেম-ভালবাসা বিষয়ক নতুন কিছু ঘটনা ও গল্প শেয়ার করেছি। আড্ডাটা আমরা দুজন অতিথি হিসেবেও খুব এনজয় করেছি।’এদিকে দিনাত জাহান মুন্নি বলেন, ‘তানভীর তারেকের শোতে কোন গতানুগতিক প্রশ্ন ছিল না। এটা সবচেয়ে ভাল লাগার বিষয়। এজন্য অনেক কথা বলেছি। যা কখনও কোন আড্ডাতে শেয়ার করা হয়নি। দারুন উপভোগ করেছি।’

সঞ্চালক তানভীর তারেক বলেন, ‘অতিথি দু’জনার সঙ্গে সম্পর্কটা আমার আত্মীয়তার চেয়েও আরো খানিকটা বেশী। তাদের ১৭ বছরের সুখী দাম্পত্যকেই সেলিব্রেট করতে এবং দর্শকদের এই প্রেমাখ্যান উপস্থাপন করতেই ভ্যালেন্টাইন স্পেশালে পারফেক্ট জুটি হিসেবে তাদের নিয়ে আসা। আশা করি, দর্শকরাও এই বিশেষ পর্বটি উপভোগ করবেন।’অনুষ্ঠানটি প্রচারিত হবে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৯ টায় এশিয়ান টেলিভিশনে। এটি প্রযোজনা করেছেন আনিসুর রহমান।

 

রাইজিংবিডি / রাশেদ শাওন