আইন ও অপরাধ

রিফাত হত্যা: তিন আসামির আপিল শুনানির জন্য গ্রহণ

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসমির আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। এরা হলেন, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মো. হাসান এবং মো. রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়। একইসঙ্গে আসামিদের জরিমানা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেছেন আদালত।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তিন আসামির পৃথক আবেদনে আদেশ দেন।

বুধবার (২৮ অক্টোবর) আসামিদের আইনজীবী সৈয়দা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে নিহত রিফাতের স্ত্রী মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণের আবেদন রোববার (১ নভেম্বর) আদালতে তার আইনজীবীরা উপস্থাপন করবেন বলে জানা গেছে।

মিন্নির আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম জানিয়েছেন, তারা এ আদালতে ১ নভেম্বর আপিলটি উপস্থাপন করবেন।