জেলা প্রতিবেদকচাঁপাইনবাবগঞ্জ, ১২ ফেব্রুয়ারি : বাংলাদেশে নিযুক্ত নেপালী রাষ্ট্রদূত হ্যারী কুমার শ্রেষ্ঠা দেশের দ্বিতীয় রেলওয়ে স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর পরিদর্শন করেছেন। রাজশাহী সার্কিট হাউস থেকে সড়কপথে বুধবার দুপুর ১২টায় তিনি রহনপুর রেলবন্দরে পৌঁছান। এ সময় তার সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী শাকুনতিয়া শ্রেষ্ঠা, থার্ড সেক্রেটারি নির্মল প্রসাদ ভট্টরাই, স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, রেলওয়ের পাকশী ডিভিশনাল ম্যানেজার পংকজ সাহাসহ রেলের অন্যান্য কর্মকর্তারা।এ সময় রাষ্ট্রদূত রহনপুর স্টেশন থেকে রেলে চড়ে শিবরামপুর সীমান্ত পর্যন্ত পরিদর্শন করেন।পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, এই করিডোরটি একটি গুরুত্বপূর্ণ। এই করিডোর দিয়ে বাংলাদেশ-ভারত হয়ে নেপালের সঙ্গে ব্যবসা হচ্ছে। এর ব্যাপক সুবিধা এবং বর্তমান অবস্থা আমি দেখতে এবং জানতে এসেছি। এটা গুরুত্বপূর্ণ যে আমাদের ব্যবসায়ীরা যেন রেল করিডোর ও রেলবন্দর উভয়ই ব্যবহার করতে পারে। আমি আশা করি যে দ্বিপাক্ষিক ব্যবসা এবং ট্রানজিট কার্যকর হবে। এ সময় বাংলাদেশ-রহনপুর-ভারতের সিঙ্গাবাদ রেলরুট দিয়ে নেপালে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুরোপুরি চালু করার বিষয় চূড়ান্ত হবে বলেও তিনি জানান।
রাইজিংবিডি / আনোয়ার / রিশিত