সারা বাংলা

করোনাভাইরাস: ক্লাস নেওয়ায় ৫ শিক্ষককে অর্থদণ্ড 

নভেল করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারি নির্দেশ অমান্য করে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ায় পাঁচ শিক্ষককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার নিমতলা গ্রামে ‘নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুলে’ অভিযান চালায়।

অর্থদণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, নিমতলা গ্রামের শুভ (২০), সোহাগ আলী (১৭), সদরপুর গ্রামের ফিরোজ মাহমুদ (৩০), ফরিদুজ্জামান (২০) ও কচুবাড়ীয়া গ্রামের রশিদ আহম্মেদ (২১)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, প্রত্যেক শিক্ষককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

গত ১৯ নভেম্বর ইন্টারনেটে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে ‘নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুলের’ প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় মিরপুর থানা পুলিশের দায়ের করা মামলায় পর দিন তাকে গ্রেপ্তার করে পুলিশ।