খেলাধুলা

মেলবোর্নকে গুঁড়িয়ে বিগ ব্যাশে সিডনির ইতিহাস

জশ ফিলিপ্পের ব্যাট আর বেন ডোয়ারশুইসের বলে বিধ্বস্ত মেলবোর্ন রেনেগেডস। তাদের ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে বিগ ব্যাশ লিগের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জিতলো সিডনি সিক্সার্স। ১৪৫ রানে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।

৫৭ বলে ফিলিপ্পের ৯৫ রানের সৌজন্যে সিডনি ৪ উইকেটে নিজেদের দলীয় সর্বোচ্চ ২০৫ রান করে। এরপর মাত্র ১০.৪ ওভারে অলআউট হয় মেলবোর্ন। মাত্র তিন রানের জন্য সর্বনিম্ন দলীয় স্কোরের লজ্জা এড়ায় তারা। অবশ্য দ্বিতীয় সর্বোচ্চ ১১২ রানের ব্যবধানে হারও মেলবোর্নের, ২০১৫ সালে মেলবোর্ন স্টার্সের কাছে।

মেলবোর্নের তিন ব্যাটসম্যান সর্বোচ্চ ১৩ রান করেছেন। গোটা ইনিংসে কেবল তিনটি বাউন্ডারি, যার সবগুলো এসেছে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে।

ডোয়ারশুইস ১৩ রান দিয়ে চার উইকেট নিয়ে মেলবোর্নকে গুঁড়িয়ে দিতে বড় অবদান রাখেন। এছাড়া ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন স্টিফেন ও’কিফ।

ম্যাচসেরার পুরস্কার হাতে ফিলিপ্পে বলেছেন, ‘আগে ব্যাট করলে স্কোরবোর্ডে বড় স্কোর তোলা সবসময় গুরুত্বপূর্ণ। আমরা ভালো সংগ্রহ করেছিলাম এবং দ্রুত কয়েকটি উইকেট পেয়েছি।’

এই জয়ে ২ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মেলবোর্নকে টপকে তিনে উঠে গেছে সিডনি। এক পয়েন্ট কম নিয়ে চারে নেমেছে মেলবোর্ন।