সারা বাংলা

পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়াতে বিষাক্ত পটকা মাছ খেয়ে ছেলের বউ ও শাশুড়ি মারা গেছেন। এছাড়া, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭ বছরের এক শিশু।

বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত মধ‌্যরাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক।

ওসি জানান,  শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়াতে গিয়াস মিয়ার বাড়ির একপাশে ফরিদা বেগম তার ৩ ছেলে ও এক ছেলে বউ নিয়ে বাস করতেন।  বুধবার দুপুরে এক মাছ বিক্রেতার কাছ থেকে তিনি পটকা মাছ কেনেন। এরপর তিনি, ছেলের বউ ও ৭ বছরের নাতি দুপুরে  ওই মাছ খান।  সন্ধ্যার পর তারা অসুস্থ হয়ে যান। এরপর তারা এক পল্লী চিকিৎসকের চিকিৎসা নেন। পরে মধ্যরাতে শাশুড়ি ও ছেলের বউ মারা যান।  এরপর আহত শিশুকে উদ্ধার করে হাসপালে ভর্তি করা হয়।

ওসি আব্দুস ছালেক রাইজিংবিডিকে আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।