তথ্যপ্রযুক্তি প্রতিবেদকঢাকা ১৬ ফেব্রুয়ারি : টুইটার তার প্রোফাইল পেইজ নতুন করে নকশা করছে। যা দেখতে হতে পারে অনেকটা ফেসবুক এবং গুগল প্লাসের মত। এমনই এক খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ম্যাশএবল।
পুর্নগঠিত ‘টুইট স্ট্রিম’ এর সিগনেচার লুক হিসেবে প্রকাশ পাবে। ফটো এবং কনটেন্টস কার্ডে বড় পরিসরে নজরদারি করা হচ্ছে। ভার্টিকাল টাইমলাইনেও পরিবর্তন আনা হয়েছে।
হেডার ফটোর নিচে টুইটস গণনা, ফটো বা ভিডিও (প্রোফাইলে নতুন ভাবে যুক্ত), ফলোয়িং ও আপনার অনুসারী এবং ফেভারিটের তালিকা প্রদর্শিত হবে।
পেট্রোনজিও এই সাইটের জন্য এখনও পরীক্ষিত নয়, তবুও প্রত্যেক ব্যবহারকারীর জন্য নীল চেক মার্ক যুক্ত ‘টুইটস এবং রিপ্লাই’ ফিচারটি যুক্ত করা হচ্ছে।
পরিক্ষিত হেডার ফটোর রেজ্যুলেশন হচ্ছে ১৫০০x৫০০ পিক্সেল। যার বর্তমান রেজ্যুলেশন হচ্ছে ১২৫২x৬২৬। নতুন ডিজাইন ব্যবহারকারী চাইলে তার ছবিকে প্রসারিত করে নিতে পারবেন।এই নতুন ডিজাইনের পুরোটা দেখতে হলে নিচে গ্যালারি ট্যাব পর্যবেক্ষণ করতে হবে।
রাইজিংবিডি / শুভ / রাশেদ শাওন