সারা বাংলা

আশুগঞ্জে শিয়ালের কামড়ে আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে নারী, পুরুষ, শিশুসহ প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন— গোলাপ মিয়া (৩০), মামুন (২৪), কাদির (৩০), আশরাফুল ইসলাম (১২), নায়েব আলী (৩৫), সেফালী (১৪), ওয়াসিম (১৬), রাজু মিয়া (১৫), আকরাম (১৬), হারুন মিয়া (৫০), বাদশা মিয়া (৩০), হৃদয় (১৮), মাতব মিয়া (৪০), সুহেদা (৩৫), মাইনুদ্দিন (২৫), ফৌজিয়া আক্তার (৬), হেলাল উদ্দিন (৫৫), লাকি আক্তার (২৫), শান্তা (১৮), আশরাফুল মিয়া (১৫), কাদির মিয়া (৩০), জুতি (১২), জজ মিয়া (৬০), রাসেদা (৩০), নিলুফা বেগম (৩৫), মামুন (২০), ইয়ার হোসেন(২২), হোসেন মিয়া (২৫), সাইদুর রহমান (৫০), তানিয়া বেগম (২৭), সামসেদ (৩৫), কুদরত মিয়া (৩৪) প্রমুখ। আহত সবাই একই গ্রামের বলে যানা যায়।

তাজপুর গ্রামের প্রত্যক্ষদর্শী হারুন মিয়া বলেন, আমার ভাই আর ভাতিজি বাড়ির উঠোনে দাঁড়ানো অবস্থায় ছিল। হঠাৎ একটি শিয়াল ভাই ও ভাতিজিকে কামড়িয়ে পালিয়ে যায়। তখন সবাই মিলে একটি শিয়ালকে ঝাপটিয়ে ধরলে সবাই গিয়ে শিয়ালটি মেরে ফেলে। বাকি অন্য একটি শিয়াল পালিয়ে যায়। 

হাসপাতালের ততত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বিষয়টির সতত্যা নিশ্চিত করেছেন।