আন্তর্জাতিক

নাইজারে সন্ত্রাসী হামলায় ৭৯ জন নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি গ্রামে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৭৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা। খবর আনাদোলু এজেন্সি ও বিবিসির।

টিচোম্বাঙয়ু ও জারুমদারিয়ে নামক গ্রামে এই ঘটনা ঘটেছে। সেখানকার একটি গ্রামে ৪০ জন নিহত হয়। অপর গ্রামে নিহত হয় আরো ৩৯ জন। সন্ত্রাসী হামলার পর পরই সেখানে সৈন্য মোতায়েন করা হয়েছে। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলহাদা।

ভূবেষ্টিত আফ্রিকার দেশ নাইজার জটিল নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে ২ লাখ ৩০ হাজার উদ্বাস্তু রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিকভাবে বাস্তুচ্যুত ২ লাখ ৫০ হাজার মানুষ রয়েছে সেখানে।

অনেক বছর ধরে দেশটিতে বোকো হারাম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। গেল মাসে তারা দিফা অঞ্চলে হামলা চালিয়ে কমপক্ষে ২৭ জনকে হত্যা করেছে।