আইন ও অপরাধ

ধর্ষণের শিকার কিশোরীর ছবি প্রকাশ আইনের লঙ্ঘন: পুলিশ

কলাবাগানে ধর্ষণের শিকার হয়ে নিহত কিশোরীর ছবি গণমাধ‌্যমে প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে পুলিশ।  দ্রুত এসব ছবি সরিয়ে ফেলতে অনুরোধ করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে পুলিশ সদরদফতর থেকে  এআইজি (মিডিয়া) সোহেল রানার সই করা একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে গণমাধ্যমে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলাবাগানে নিহত ও সন্দেহভাজন ধর্ষণের শিকার ইংরেজি মাধ‌্যম স্কুলের শিক্ষার্থীর ছবি প্রকাশ করা আইনের লঙ্ঘন। এটি ওই কিশোরী ও তার পরিবারের জন্য অপমানজনক। অথচ অনেকেই ওই শিক্ষার্থীর ছবি প্রকাশ করেছেন। ছ‌বি‌টি যতদ্রুত সম্ভব স‌রি‌য়ে ফেলা উচিত।  এছাড়া ঘটনাটি ধর্ষণ কি না তা এখনো নিশ্চিত নয়।  বিষয়টি তদন্তাধীন। 

বৃহস্পতিবার  (৭ জানুয়ারি)  দুপুরে ইংরেজি মাধ‌্যম স্কুলের এক শিক্ষার্থীকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে আসে ওই শিক্ষার্থীর সহপাঠী। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার এক বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ।