আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের নিন্দা ফ্রান্সের

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ইহুদিদের জন্য অবৈধ প্রায় আটশ’ বসতি নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে মঙ্গলবার (১২ জানুয়ারি) নিন্দা জানিয়েছে ফ্রান্স।

এক বিবৃতিতে ইসরাইলের কতৃপক্ষকে বসতি নির্মানের এ পরিকল্পনা ত্যাগ করার আহ্বান জানায় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

এর আগে, সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদিদের জন্য প্রায় আটশ বসতি নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বেইত এল, গিভাত জিভ, উত্তর জেরুজালেম, তাল মিনাসে, রেহেলিম, শাভেই সোমরন, বারকান, এবং কারনেই সোমরনে নতুন বসতি নির্মাণ এগিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন নেতানিয়াহু। তবে কবে এ নির্মানকাজ শুরু হবে তা বলা হয়নি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের এই ঘোষণার নিন্দা জানিয়ে বলেছে, জো বাইডেনের দায়িত্ব নেওয়ার আগে বসতি নির্মাণের এ নীল নকসা বাস্তবায়ন করতে চাইছে ইসরাইল।