খেলাধুলা

আলবাকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ

আগামী মৌসুমের দল গোছানোর কাজে আগেভাগে নেমে পড়েছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুম শেষ হওয়ার ছয় মাস আগে তারা দলে ভিড়িয়েছে ডেভিড আলবাকে।

আগামী মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদের জার্সিতে তাকে দেখা যাবে। বায়ার্ন মিউনিখের রক্ষণের খেলোয়াড়ের চুক্তি ৩০ জুন শেষ হবে। চার বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন তিনি। প্রতি বছর ১১ মিলিয়ন ইউরো বেতন পাবেন এ তারকা খেলোয়াড়। মার্কা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

পহেলা জানুয়ারি থেকে দলবদলের জন্য উন্মুক্ত ছিলেন আলভা। রক্ষণের এ খেলোয়াড়কে নিতে সময় নষ্ট করেনি জিনেদিন জিদানরা। চুক্তি স্বাক্ষরের আগে রিয়াল মাদ্রিদের জন্য মেডিকেল পরীক্ষা দিয়েছেন অস্ট্রিয়ান খেলোয়াড়।

২৮ বছর বয়সি এ খেলোয়াড়কে পেতে ইউরোপের একাধিক ক্লাব আগ্রহ দেখিয়েছিল। এদের মধ্যে ম্যানচেস্টার সিটি, প্যারিস সেইন্ট জার্মেই, লিভারপুল ও চেলসিও ছিল। তারা প্রত্যেকে আলভার এজেন্ট পিনি জাহাবির সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু আলবা খেলতে চাচ্ছিলেন লা লিগায়। অবশেষে ১০ মৌসুম বায়ার্নের হয়ে খেলার পর জার্মানি ছাড়ছেন তিনি।