খেলাধুলা

বার্সার জেতার ধরনে খুশি নন কোমান

বার্সেলোনা কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে ঠিকই, কিন্তু কর্নেয়ার মাঠে দলের জয়ের ধরনে খুশি নন কোচ রোনাল্ড কোমান।

তৃতীয় স্তরের ক্লাবের বিপক্ষে ম্যাচটা কঠিন করে ফেলায় সন্তুষ্টি নেই বার্সা কোচের মনে। পেনাল্টি মিস করা ও একাধিক সুযোগ নষ্ট করে খেলা অতিরিক্ত সময়ে গড়ানো- এসব মানতে পারছেন না ডাচ কোচ।

কোমান ম্যাচ শেষে বলেছেন, ‘পরের পর্বে ওঠা সবসময় গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা খুশি নই কারণ অনেক সুযোগ ও পেনাল্টি মিস করেছি। এমন খেলায় দায়িত্ব নিয়ে খেলতে হয়।’

রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে স্প্যানিশ সুপারকাপের সেমিফাইনাল ও ফাইনাল অতিরিক্ত সময়ে খেলে জিতেছে বার্সা। টানা তৃতীয় ম্যাচ তারা নির্ধারিত সময়ে ফল নিশ্চিত করতে পারেনি। এ নিয়ে বার্সা কোচ বললেন, ‘আবারও ১২০ (মিনিট), টানা তিন ম্যাচ- এটা একটা চিন্তার বিষয়। আমরা সুযোগ তৈরি করেছিলাম এবং দুটি পেনাল্টিও। এমনটা হতে পারে না।’

কষ্ট করে জয় এসেছে স্বীকার করেছেন কোমান, ‘আমাদের প্রচেষ্টাকে দোষারোপ করতে পারি না। কিন্তু এটা শুধু রানিংয়ের ব্যাপার নয়, সুযোগ তৈরি ও তা বাস্তবায়ন করতে হবে। আজকের দিনটা ছিল আমাদের জন্য কঠিন। এটা অগ্রহণযোগ্য।’