আন্তর্জাতিক

কাশ্মিরের ইন্টারনেট সেবা সচল হলো

১৮ মাস পর ভারত অধিকৃত কাশ্মিরে দ্রুত গতির ইন্টারনেট সেবা সচল হয়েছে। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

২০১৯ সালের আগস্টে জুম্মু ও কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তা পদক্ষেপের অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা।

কাশ্মিরের স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল এক টুইটে বলেছেন, ‘সম্পূর্ণ জম্মু ও কাশ্মিরে ফোর-জি ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয়েছে।’ 

ইন্টারনেট সেবা পুনরায় চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাশ্মিরের রাজনীতিবিদরা। 

সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক টুইটে বলেছেন, ‘ফোর-জি মুবারক। ২০১৯ সালের অগাস্টের পর প্রথম জম্মু ও কাশ্মিরের সবাই ফোর-জি মোবাইল ডাটা পাচ্ছে। কখনো না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো।’