খেলাধুলা

তিন মাসে রিয়াল ডিফেন্ডারের তৃতীয় চোট

কেবলই চোট থেকে মাঠে ফিরেছিলেন দানি কারভাহাল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের একাদশে ছিলেন তিনি। কিন্তু মাঠে তিনি থাকতে পেরেছেন কেবল ২৫ মিনিট। তিন মাসে তৃতীয়বার চোটে পড়েছেন এই স্প্যানিশ ফুলব্যাক।

রোববার ২-০ গোলে রিয়ালের লা লিগা জয়ের দিনে পুরো ম্যাচ খেলতে পারেননি কারভাহাল। গত নভেম্বরের শেষ দিকে পাওয়া চোটে চার ম্যাচ খেলেননি। জানুয়ারির শুরুতে পান আবার চোট। হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে মাঠে ফিরলেও ডান ঊরুতে চোট ধরা পড়েছে। তাতে এটুকু নিশ্চিত যে, আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর উভয় লেগে খেলা হচ্ছে না তার।

রিয়াল কারভাহালের ফেরার কোনও সময় নির্ধারণ করেনি। তবে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। লা লিগার গত আসরের চ্যাম্পিয়নদের চোটের তালিকা আবারও লম্বা হলো। এখন পর্যন্ত চোটের সঙ্গে লড়াই করছেন এডেন হ্যাজার্ড, সার্জিও রামোস, রোদ্রিগো, ফেদেরিকো ভালভার্দে, মার্সেলো, এদার মিলিতাও ও আলভারো ওদ্রিওজোলা।