আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে করোনার টিকাদান শুরু

আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে মহামারি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী কন্সটানটিনো চিওয়েঙ্গা। এরপর স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হয়। খবর আনাদোলু এজেন্সির।

জিম্বাবুয়ে চীনের তৈরি সিনোভ্যাক টিকার ২ লাখ ডোজের প্রথম চালান পেয়েছে। সেটা ষাটোর্ধ্ব বসয়ী নারী-পুরুষ, সম্মুখ সারির সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেন জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী। এরপর টিকা নেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। চীন থেকে মোট ৮ লাখ করোনার টিকা কিনেছে জিম্বাবুয়ে। শিগগিরই এই টিকার দ্বিতীয় চালান দেশটিতে পৌঁছাবে।

এই টিকাদান কর্মসূচির মধ্য দিয়ে জিম্বাবুয়ে আরো দেখতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার যে ধরনটি সেখানে ছড়িয়েছে সেটার বিরুদ্ধে চীনের তৈরি এই টিকা কাজ করে কিনা।

এই টিকাদান কর্মসূচির আওতায় দেশটির ৬০ শতাংশ জনগনকে টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অর্থাৎ জিম্বাবুয়ের ১৫ মিলিয়ন জনসংখ্যার ১০ মিলিয়নকেই করোনার টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার পর্যন্ত জিম্বাবুয়েতে ৩৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ৪০০ জন। সেরে উঠেছে ৩১ হাজারের অধিক মানুষ।