খেলাধুলা

২২ বছর পর ঘরের মাঠে মার্সিসাইড ডার্বি হারলো লিভারপুল

এভারটন আর লিভারপুর। ক্লাব দুটির মুখোমুখি লড়াইয়ের শৈল্পিক নাম মার্সিসাইড ডার্বি। শনিবার রাতে এই ডার্বিতে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল দল দুটি। বাজে ফর্মে থাকা লিভারপুলকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে গেছে এভারটন। যা মার্সিসাইড ডার্বিতে ১৯৯৯ সালের পর পাওয়া প্রথম জয়। অন্যদিকে ঘরের মাঠে ২২ বছর পর ডার্বিতে হারলো অলরেডরা।

এই জয়ে দুই অর্ধে এভারটনের হয়ে দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন (৩ মি.) ও ইতালিয়ান মিডফিল্ডার গিলফি সিগুর্সন (৮৫ মি. পেনাল্টি)।

এই হারের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে হার মানলো জার্গেন ক্লপের শিষ্যরা। একই সঙ্গে ঘরের মাঠেও এটা ছিল তাদের টানা চতুর্থ হার। শনিবার রাতে হারের পাশাপাশি অধিনায়ক জর্ডান হেন্ডারসনকেও হারিয়েছে লিভারপুল। এই ম্যাচে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন তিনি।

অন্যদিকে এই জয়ে পয়েন্ট টেবিলে লিভারপুলকে ছুঁয়ে ফেলেছে এভারটন। ২৫ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৪০ পয়েন্ট। আর এক ম্যাচ কম খেলা এভারটনের সংগ্রহও ৪০ পয়েন্ট।