খেলাধুলা

লিভারপুল কোচের কাছে এই হার ‘বিশাল ধাক্কা’

উঠে দাঁড়াতে পারছে না লিভারপুল। টানা পাঁচটি হোম লিগ ম্যাচ হারের অযাচিত ক্লাব রেকর্ড গড়লো তারা বৃহস্পতিবার। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির কাছে অ্যানফিল্ডে ১-০ গোলের হারকে ‘বিশাল ধাক্কা’ বলছেন কোচ ইয়ুর্গেন ক্লপ।

লিগে এটি ছিল তাদের শেষ ৯ ম্যাচে ষষ্ঠ হার। গত আসরের চ্যাম্পিয়নরা নেমে গেছে সপ্তম স্থানে। শিরোপা ধরে রাখা তো দূরের কথা, সেরা চারে থাকাই পড়ে গেছে শঙ্কায়। ইনজুরিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মাঠের বাইরে থাকার প্রভাব বেশ ভালোভাবে পড়েছে অলরেডদের।

বৃহস্পতিবার অ্যানফিল্ডে হারের পর ক্লপ বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা বলতে পারি না এটা শুধু নিজেদের মাঠেই হচ্ছে। এটা শুধু অ্যানফিল্ড কিংবা অন্য কোনও মাঠ সম্পর্কে নয়। প্রায় হচ্ছে এমন। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমাদের উন্নতি করতে হবে। এই হার বিশাল ধাক্কা। আমাদের ফুটবল খেলা জিততে হবে।’

এই জয়ের উচ্ছ্বাসে ভাসছেন চেলসি কোচ থোমাস টুখেল, ‘আমি পারফরম্যান্স নিয়ে খুব খুশি। সব দিক থেকে পূর্ণাঙ্গ পারফরম্যান্স দরকার ছিল আমাদের। আমরা তা করেছি। বল নিয়ে দারুণ করেছি এবং কখনও মনোবল হারাইনি।’