খেলাধুলা

পিএসএল শুরুর নতুন সময় ঘোষণা 

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন সময় ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বছরের জুনে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।

বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজি ও গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত জানায় পিসিবি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে। জুনে সূচি ফাঁকা থাকায় বাকি ম্যাচগুলো করার সিদ্ধান্ত নেয় পাক বোর্ড। ৪ মার্চ তারিখ করোনার কারণে স্থগিত করা হয় এবারের আসর।

এই আসরে ৩৪ ম্যাচের মধ্যে ১৪টি খেলা সম্পন্ন হয়েছে। যেখানে ৫ ম্যাচে তিন জয় নিয়ে ৬ পয়েন্টে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন করাচি। সমান পয়েন্ট নিয়ে রান রেটে সেরা চারে আছে যথাক্রমে পেশাওয়ার, ইসলামাবাদ ও লাহোর কালান্দার্স।

গত বছর পঞ্চম আসরেও থাবা বসিয়েছিল করোনা। তাতে নক আউট পর্ব স্থগিত করা হয়, পরে নভেম্বরে শুরু হয় টুর্নামেন্টের বাকিটা। সব বাধা পেরিয়ে নিজেদের ঘরের মাঠে লাহোরকে হারিয়ে প্রথম শিরোপা জেতে করাচি।