বিনোদন

গওহর খানের বিরুদ্ধে মামলা

বলিউড অভিনেত্রী গওহর খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও শুটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে এ অভিনেত্রীর বিরুদ্ধে বৃহন্মুম্বাই পৌরসভার পক্ষ থেকে মামলা দায়ের করেছে বিএমসি।

সোমবার (১৫ মার্চ) সকালে টুইটারে একটি পোস্ট করেছে বিএমসি। যদিও এতে গওহর খানের নাম উল্লেখ করেনি। এতে জানানো হয়েছে, শহরের নিরাপত্তার জন্য কোনোরকম আপোষ নয়। এক বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কারণ, তিনি করোনায় আক্রান্ত হওয়ার পরও নিয়ম মেনে চলেননি। নিয়ম সবার জন্যই সমান। সমস্ত নিয়ম মেনে এই ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার অনুরোধ করছি।

বিএমসির এক কর্মকর্তা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা যখন আন্ধেরি ওয়েস্টে গওহরের বাড়ি যাই তখন তিনি দরজা খুলেননি। জানতে পারি তিনি শুটিংয়ের জন্য বেরিয়েছেন। এর পরেই পুলিশের কাছে অভিযোগ করি।’

অন্যদিকে ওসিয়াড়া পুলিশের ডিসিপি এস চৈতন্য জানান, ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ বি ধারা অনুযায়ী গওহরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএমসি। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি গওহর খান।