বিনোদন

অভিনেত্রী না হলে কী হতেন রানী?

বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ২১ মার্চ জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন।

অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন রানী। তবে অভিনেত্রী হওয়ার ইচ্ছা তার কখনোই ছিল না। এদিকে বিভিন্ন সাক্ষাৎকারে প্রায়ই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয় রানীকে, তা হলো— অভিনেত্রী না হলে কী হতেন তিনি? এই অভিনেত্রী জানান, সিনেমা জগতে পা না রাখলে ফ্যাশন ডিজাইনার হতেন তিনি।

ভারতীয় বাংলা ‘বিয়ের ফুল’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে রানীর পথচলা শুরু। এই অভিনেত্রী বলেন, ‘আমার মায়ের ইচ্ছাতেই সিনেমা জগতে এসেছি। আমি খুবই অনুগত ছিলাম। আগের দিনে ছেলে মেয়েদের ক্যারিয়ার মা-বাবারাই নির্ধারণ করতেন। আমার মা চেয়েছিলেন জন্যই সিনেমাতে এসেছি। তবে পরবর্তী সময়ে এটি উপভোগ করতে শুরু করি। এক সময় মনে হয়েছে সিনেমার জন্যই আমার জন্ম হয়েছে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে রানী বলেন, ‘অভিনেত্রী হওয়াটা মোটেও সহজ নয়। এটি খু্বই কঠিন একটি পেশা। কারণ একবার প্রতিষ্ঠিত তারকা হয়ে গেলে দর্শকের প্রত্যাশা অনেক বেড়ে যায়। এছাড়া বিভিন্ন পরিস্থিতিতে অভিনয় করার ক্ষমতা থাকতে হবে। পর্দায় গ্ল্যামারাস, শান্ত ও কোমল হয়ে থাকতে হবে বিশেষ করে শুটিং লোকেশনে। এই ইন্ডাস্ট্রিতে কাজ করা সত্যিই খুব কঠিন। তাই যদি অভিনয়ের প্রতি ভালোবাসা ও প্রতিভা থাকে, তাহলেই এখানে টিকতে পারবেন। অন্য কোনোভাবে নয়। নাম, খ্যাতি তখনই আসবে, যখন দর্শক আপনাকে পছন্দ করবে। তাই কঠোর পরিশ্রম করে দর্শকদের ভালোবাসা অর্জন করতে হবে।’