সারা বাংলা

ওড়াকান্দি ঠাকুরবাড়িতে নরেন্দ্র মোদি

ঠাকুরবাড়ি পরিদর্শন ও মতুয়া নেতাদের সঙ্গে মত বিনিময় করেতে গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দিতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে ঠাকুরবাড়ির পাশে নির্মিত হেলপ্যাডে নরেন্দ্র মোদিকে বহন করা একটি হেলিকাপ্টার নামে। পরে তিনি পায়ে হেটে ঠাকুরবাড়ির মন্দিরে পৌঁছান। এসময় ঠাকুরবাড়ির সদস্যরা ও মতুয়া ভক্তরা তাকে বরণ করে নেন। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস‌্য শেখ ফজুলল করিম সেলিম উপস্থিত ছিলেন।

সেখানে পূজা শেষে নরেন্দ্র মোদি ঠাকুরবাড়ির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশের একটি মাঠে নির্ধারতি মতুয়া ভক্তদের সঙ্গে তিনি মত বিনিময় করছেন। সভা শেষে হেলিকপ্টার যোগে দুপুরেই ঢাকায় ফেরার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী। 

এর আগে, বেলা ১১টা ২১মিনিটে টুঙ্গিপাড়ায় যান তিনি। তাকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু সমাধী সৌধ কমপ্লেক্সে নিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি।