রাজনীতি

হরতালে রাজধানীতে সতর্ক আওয়ামী লীগ

হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালকে কেন্দ্র করে বিভিন্ন রাস্তার মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সতর্ক রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 

রোববার (২৮ মার্চ) সকাল থেকেই রাজধানীর মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, আসাদগেট, আগারগাঁও এলাকার বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্যই চোখে পড়েছে। 

রাজধানীর মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকায় গিয়ে দেখা গেছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন।  

যুবলীগকর্মী মোহাম্মদ মোসাররফ হোসেন বলেন, সকাল থেকেই আমরা এই পয়েন্টে অবস্থান নিয়েছি।  সরকার চায় দেশের মানুষের শান্তি।  আর এই শান্তি যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে আমরা তা প্রতিহত করবো। 

মিরপুর আনসারক্যাম্প এলাকায় অবস্থান নেওয়া এক ছাত্রলীগকর্মী মোহাম্মদ আক্কাস হোসেন বলেন, আমরা এখানে অবস্থান নিয়েছি যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে।  

মিরপুর-১ নম্বর এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্য ইয়াসির আলী বলেন, সকাল থেকেই আমরা এখানে অবস্থান নিয়েছি।  কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি এই এলাকায়।