বিনোদন

অনাকাঙ্ক্ষিত সন্তান ছিলাম: কঙ্গনা

কখনো স্বাধীনচেতা নারী, আবার অস্ত্র হাতে হয়ে ওঠেন ঝাঁসির রানি। তিনি বলিউড ‘কুইন’ কঙ্গনা রাণৌত।

হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়ানো অভিনেত্রীদের একজন কঙ্গনা। কিন্তু তিনিই নাকি ছিলেন বাবা-মায়ের অনাকাঙ্ক্ষিত সন্তান। অতীতে অনেকবারই এই কথা জানিয়েছেন তিনি। আবারো তার মুখে শোনা গেলো সেই আক্ষেপের সুর।

রোববার (২৮ মার্চ) কঙ্গনাকে নিয়ে একটি টুইট করেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। তিনি লেখেন, ‘আমি মনে করি, অফুরন্ত শক্তি, টানা কাজ করা এবং কোভিডের এই কঠিন সময়ে একের পর এক অসাধারণ সিনেমা উপহার দেওয়ার জন্য কঙ্গনা রাণৌতকে পুরস্কার দেওয়া উচিত। জয়ললিতা থেকে শুরু করে এয়ার ফোর্সের অ্যাকশন— উপভোগ করার মতো একটি জীবন। উঠতি অভিনয়শিল্পীদের তার কাছ থেকে শেখার আছে।’

এই টুইটের পরিপ্রেক্ষিতে কঙ্গনা লেখেন, ‘আমি অনাকাঙ্ক্ষিত মেয়ে সন্তান ছিলাম। কিন্তু আজ সেরা নির্মাতা, শিল্পী ও টেকনিশয়ানদের সঙ্গে কাজ করছি। আমি কাজকে ভালোবাসি, টাকা বা খ্যাতির জন্য নয়। যখন বিশ্বের সেরা মানুষরা আমাকে দেখে এবং বলেন, ‘শুধু আপনিই এটি করতে পারেন’, তখন মনে হয়, হয়তো অনাকাঙি্ক্ষত ছিলাম কিন্তু আমার প্রয়োজন ছিল। খুবই প্রয়োজন।’

কঙ্গনার পরবর্তী সিনেমা ‘থালাইভি’। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার প্রকাশ পেয়েছে। এতে এই অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ‘ধাকড়’, ‘তেজাস’, ‘মণিকর্ণিকা রিটার্ন: দ্য লিজেন্ড অব ডিড্ডা’ও নাম ঠিক না হওয়া একটি পলিটিক্যাল-ড্রামা সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।