অন্য দুনিয়া

চুরি করতে গিয়ে অতি আনন্দে চোরের হার্ট অ্যাটাক

চুরি করতে গিয়ে বেশি টাকা দেখে আনন্দে হার্ট অ্যাটাক করেছে এক চোর। ভারতের উত্তরপ্রদেশের বিজনৌরে এই ঘটনা ঘটেছে।

গত ফেব্রুয়ারিতে কোতয়ালি দেহাতে এলাকায় একটি চুরির ঘটনায় সম্প্রতি দুই চোরকে আটক করা হয়। এরপর এই তথ্যটি প্রকাশ্যে আসে।

বিজনৌরের এস পি ধরমবীর সিং জানান, এই দুই চোর গত ফেব্রুয়ারিতে নবাব হায়দার নামে এক ব্যক্তির পাবলিক সার্ভিস সেন্টারে চুরি করে। পরবর্তী সময়ে নবাব হায়দার ৭ লাখ রুপি চুরির মামলা দায়ের করেন। এ নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

বুধবার (৩১ মার্চ) পুলিশ দাবি করেন তারা এই মামলার সুরাহা করতে পেরেছেন। এই ঘটনায় নওশাদ ও এজাজ নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে এই দু’জন চুরির কথা স্বীকারও করেন। তাদের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি চুরির অভিযোগ রয়েছে।

এরপরই সামনে আসে আসল ঘটনা। পুলিশের জিজ্ঞাসাবাদে চোরেরা জানান, তারা শুরুতে ভেবেছিলেন সেখানে হয়তো কয়েক হাজার রুপি পাবেন। কিন্তু এত পরিমাণ টাকা দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। টাকা ভাগাভাগিও করেন। কিন্তু এরপরই এজাজের হার্ট অ্যাটাক হয়। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। সেখানেই বেশিরভাগ টাকা খরচ হয়ে গেছে।