ফাগুনের মলাট

এই পরিস্থিতিতে বইমেলা হওয়াটা বড় অর্জন: মনি হায়দার

মহামারি করোনার কারণে এবার গত ১৮ মার্চ থেকে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। বইমেলাতে এসেছিলেন কথাসাহিত্যিক মনি হায়দার। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে জানালেন তার মনের কথা।

মনি হায়দার বলেন, ‘করোনার কারণে পৃথিবীর অনেক কিছুই বন্ধ। কিন্তু বাংলাদেশে বইমেলাটা হচ্ছে। আমিতো মনে করি, এটা অসাধারণ অর্জন।’

তিনি বলেন, ‘আসলে বইমেলাতো বইমেলাই, প্রাণের মেলা। বইমেলার জন্য এ দেশের লেখক, পাঠক, প্রকাশক সবাই অপেক্ষা করে থাকে। এক ধরনের দীর্ঘ অপেক্ষা যেমন প্রেমিক-প্রেমিকার মতো যে অপেক্ষাটা আমরা বইয়ের জন্য ঠিক সেরকম অপেক্ষা করে থাকি। আমরা যারা লেখালেখির সঙ্গে জড়িত নতুন বই আমাদের জন্য শুধু আনন্দ নয় প্রতীকও বটে। আমাদের আন্দোলনের প্রতীক, সংগ্রামের প্রতীক, আমাদের মাতৃভাষা অধিকারের প্রতীক।’

মনি হায়দার আরও বলেন, ‘নতুন বইয়ের গন্ধে মনে হয় এ জীবন পূর্ণ হয়ে উঠলো। সুতরাং এ পূর্ণ জীবনের জন্য আমরা অপেক্ষা করবোই বা করছি। হ্যাঁ, কোভিড একটা ঘটনা ঘটিয়েছে সারা পৃথিবী জুড়েই। প্রকৃতির এই যে নিমর্ম রোষাঘাত কী করা যায়। কিছুই করার নেই মেনে নেওয়া ছাড়া। আমরাতো ভেবেছিলাম বইমেলা হবে না। কিন্তু তারপরেও যখন বইমেলাটা হচ্ছে মানুষ আসছে, পাঠক আসছে, প্রকাশক আসছে, লেখক আসছে যথাযথভাবে সম্পন্ন হচ্ছে।’

তিনি বলেন, ‘আসলে আমরাতো একেকটা ব্যক্তির জায়গা থেকে কথা বলি। সরকারের তো অনেকগুলো উয়িংস আছে। করোনা বিষয়ক জাতীয় কমিটি আছে। সেখানে বিষেশজ্ঞরা আছেন।  সরকারের কাছে প্রধান হলো দেশের জনগণ। মানুষকে বাঁচাতে হবে যেকোনো মূল্যে। আমরাতো আমাদের স্বার্থের জায়গা থেকে দেখি যে আমি প্রকাশক মেলাটা চললে আমি কিছু বই বেশি বিক্রি হবে।’