ফাগুনের মলাট

ধ্রুব নীলের থ্রিলার-অ্যাডভেঞ্চার ‘রক্তদ্বীপ’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ধ্রুব নীলের সায়েন্স ফিকশন ‘রক্তদ্বীপ’। বইটি প্রকাশ করেছে প্রসিদ্ধ পাবলিশার্স। মেলার ৫৮৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

এ বই প্রসঙ্গে ধ্রুব নীল বলেন, ‘‘রহস্যের গন্ধে দ্বীপে ছুটে যায় রোমাঞ্চপাগল দুই বন্ধু—তুষার ও মিলন। একজন বিজ্ঞান বোঝে ভালো, আরেকজনের আছে দারুণ সাহস। ধীরে ধীরে বাড়তে থাকে বিপদের গন্ধ। উটকো ঝামেলা হিসেবে জুড়ে বসে জলদস্যু। পদে পদে বিপদ ও কৌশল খাটিয়ে বেঁচে থাকার গল্প ‘রক্তদ্বীপ’।’’

প্রসিদ্ধ পাবলিশার্সের ৫৮৮ নম্বর স্টল ছাড়াও বইটি ঘরে বসে অর্ডার করা যাচ্ছে রকমারি কিংবা প্রকাশনীর ফেসবুক পেজ থেকে।