জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মাহমুদ আলী

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ২৬ ফেব্রুয়ারি : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী নেই। এসব মন্ত্রণালয়ে যুক্ত হচ্ছেন বেশ কয়েকজন নতুন মন্ত্রী। মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে যুক্ত মন্ত্রীরা আজ বুধবার শপথ নিতে পারেন বলে জানা গেছে। তাদের মধ্যে এএইচ মাহমুদ আলীর শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিবেন। পাশাপাশি শপথ নেওয়ার জন্য আরও কয়েকজনকে ফোনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।তাদের মধ্যে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) নজরুল ইসলামকেও শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। শপথের পর বুধবারই তাদের দফতর বণ্টন করা হবে।প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ৪৮ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৯ মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী রয়েছেন।

রাইজিংবিডি / লিমন