ফাগুনের মলাট

সুমন্ত গুপ্তর নতুন বই ‘একজন বঙ্গবন্ধু’ 

ঢাকা শহর থেকে ১৫২ কিলোমিটার দূরে নদী পথ ছাড়া প্রায় যোগাযোগ-বিহীন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন খোকা নামের শিশুটি। গ্রামীণ জনপদের সব শ্রেণির মানুষের সংস্পর্শে এসে মানবিক মূল্যবোধ এবং মানবচরিত্র অধ্যয়ন করেছিলেন সেই শিশু। সেখান থেকেই তিনি পর্যায়ক্রমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হয়ে উঠলেন। মুক্ত মানবসমাজ গড়ার স্বপ্ন আর বাস্তবায়ন-যোজনা দূর কল্পনাপ্রসূত বলে মনে হলেও, শুধু বাঙালি নয়, বিশ্ববাসীকেও দেখিয়ে দিয়ে গেছেন, আপন অফুরান-দৃঢ়তা দিয়ে। আমরা তাঁর গর্বিত উত্তরাধিকার।

ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী শক্তির নাগপাশ হতে মুক্ত করে তিনি বাঙালী জাতিকে শুধু একটা দেশই উপহার দেননি; সদ্য স্বাধীন হওয়া একটি ভঙ্গুর অর্থনীতির দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো কেমন হবে- তারও একটি যুগোপযোগী রূপরেখা দাঁড় করিয়েছিলেন। প্রিয় বাংলাদেশকে নিয়ে তার উন্নায়ন চিন্তা আজ সর্বজনবিদিত ও বহুল আলোচিত।

জাতির পিতা বঙ্গবন্ধুর কর্মের নানান দিক নিয়ে তরুণ লেখক সুমন্ত গুপ্তর নতুন বই ‘একজন বঙ্গবন্ধু’ প্রকাশিত হয়েছে অক্ষরবৃত্ত প্রকাশন থেকে। বইটির মূল্য ২৫০ টাকা ।