সারা বাংলা

সিরাজগঞ্জে ভয়াবহ কালবৈশাখী ঝড়

টানা কয়েকদিনের তীব্র গরম ও দাবদাহের পর ভয়াবহ কালবৈশাখী ঝড় বয়ে গেল সিরাজগঞ্জের ওপর দিয়ে।

বুধবার (২১ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটে কালবৈশাখী ঝড়ের সাথে মূষলধারে বৃষ্টিও দেখা যায়। প্রায় ৫০ মিনিট চলে বৃষ্টিপাত। প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসলেও ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সিরাজগঞ্জের তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, রাত ৮টা ২০ মিনিট থেকে শুরু করে ৯ টা ১০ মিনিট পর্যন্ত মূষলধারে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সাথে তাড়াশ অঞ্চলে ঝোড়ো বাতাস বয়ে গেছে। এছাড়াও কিছু কিছু স্থানে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। কোথাও কোথাও ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ বলেন, ‘সিরাজগঞ্জের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আশা করছি কাল সকালের মধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’