সারা বাংলা

লকডাউনেও ব্যস্ত হিলির কুলি-শ্রমিকরা

লকডাউনে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ। তবে চালু রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম। 

হিলি বন্দর ও স্টেশনে প্রায় ৬৫০ জন শ্রমিক কাজ করছেন নিয়মিত। বন্দর কিংবা রেলস্টেশনের কার্যক্রম বন্ধ থাকলে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। তাই প্রচণ্ড গরমে শরীর ঘামলেও ঘামে না তাদের মন। 

এই লকডাউনের মধ্যেও বেনাপোল, দর্শনা ও বিরল দিয়ে ওয়াগনে ভরে হিলি রেলস্টেশনে আসছে ভারতীয় চাল-গম। আর তা খালাস করতে ব্যস্ত থাকতে হয় স্টেশনের কুলি-শ্রমিকদের। 

প্রতিদিন সকাল ৯ টা থেকে শুরু হয় শ্রমিকদের কর্মব্যস্ততা, চলে বিকেল ৫টা পর্যন্ত।

হিলি স্থলবন্দরের চিত্র আরও বড় পরিসরে। ৫০০ শ্রমিকসহ কয়েক হাজার মানুষের জীবিকা জড়িত এই বন্দরের সঙ্গে। ভারত থেকে পাথর, চাল, গম ও পেঁয়াজসহ বিভিন্ন পণ্য আমদানি হয় এ বন্দর দিয়ে। সেসব পণ্য লোড-আনলোডে ব্যস্ত থাকেন শ্রমিকরা।

জীবীকার তাগিদে করোনার ভয়কে জয় করেছেন তারা। তাই শ্রমিক দিবসের খোঁজ রাখতেও ভুলে যান রক্ত ঘাম পানি করা এসব মানুষগুলো।