আন্তর্জাতিক

ইসরায়েলের পক্ষেই সাফাই গাইলেন বাইডেন

গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় ইসরায়েলের পক্ষেই সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউজ থেকে দেওয়া বিবৃতিতে তিনি এই সমর্থন ব্যক্ত করেছেন।

এতে জানানো হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পরিস্থিতি জানতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। এসময় তিনি নির্বিচার রকেট হামলার বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে তার দৃঢ়  সমর্থন পুর্নব্যক্ত করেছেন। গাজায় হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের অগ্রগতি নিয়ে কথা বলেছেন দুই নেতা।

দুই পক্ষের যুদ্ধবিরতিতে প্রেসিডেন্ট বাইডেন সমর্থন দিয়েছেন  বলেও জানানো হয় বিবৃতিতে।

এতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট যুদ্ধবিরতিতে সমর্থন এবং যুদ্ধ অবসানে মিশর ও অন্যান্য অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার কথা জানিয়েছেন।

গত আট দিন দিন ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৬২ জনই শিশু।