জাতীয়

ফিলিস্তিন ও বায়তুল মোকাদ্দাসের জন‌্য দোয়া

ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কাবা বায়তুল মোকাদ্দাসকে ইসরায়েলিদের কবল থেকে মুক্ত করে দেওয়ার জন‌্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র জুমার নামাজ শেষে আখেরি মোনাজাতে এ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা এহসানুল হক।

তিনি বলেন, ‘হে আল্লাহ, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের রক্ষা করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কায়েম করে দাও। পবিত্র বায়তুল মোকাদ্দাসকে ইসরায়েলি দখলদার বাহিনীর কাছ থেকে মুসলমানদের জন্য মুক্ত করে দাও।’ করোনা মহামারি থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে বায়তুল মোকাররমের ইমাম বলেন, ‘হে আল্লাহ, সকল প্রকার বালা মুসিবত থেকে দেশ ও জাতিকে হেফাজত করো। সবাইকে সুন্দর জীবন দান করো।’

আজ জুমার নামাজে বায়তুল মোকাররমে মুসল্লি তুলনামূলক কম ছিল। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তাদের মধ‌্যে উদাসিনতা দেখা গেছে। অনেকের মুখে মাস্ক ছিল না। জুমার নামাজ শেষে তারা ঠেলাঠেলি করে মসজিদ ত্যাগ করেন।