খেলাধুলা

কী শাস্তি হচ্ছে সাকিবের, রাতেই জানাবে বিসিবি

মোহামেডান স্পোর্টিং লিমিটেডের অধিনায়ক সাকিব আল হাসানের শাস্তি জানাতে সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এতে বক্তব্য দেবেন খোদ সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম।

শনিবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সিসিডিএম চেয়ারম্যানের মালিকানাধীন ধানমন্ডির একটি সুপার শপে এ সংবাদ সম্মেলন হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে এ তথ‌্য নিশ্চিত করেছে।

গতকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে অসদাচরণ করেন সাকিব। স্ট‌্যাম্পে লাথি মারেন এবং পরে তা উপড়ে ফেলে দেন। গতকাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাজী ইনাম জানিয়েছিলেন, ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।