ফটো ফিচার

রুপালি জগতে পরীমনির পথচলা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণেই আলোচনায় থাকেন তিনি।

সম্প্রতি নাসির ইউ মাহমুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আলোচনায় পরীমনি। এ বিষয়ে একটি মামলাও দায়ের হয়। ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

পরীমনিকে নিয়ে এই ফটো ফিচার:

পরীমনির জন্ম পিরোজপুরে। তার জন্মের আগেই বাবা মনিরুল ইসলাম নাম ঠিক করেছিলেন স্মৃতি। জন্মের পর দেখতে পরীর মতো বলে তার নানু পরী নামে ডাকতে শুরু করেন

 পরে সবাই আদর করে পরীর সঙ্গে মনি যোগ করে পরীমনি নামে ডাকতে থাকেন

২০১৪ সালে শাহ আলম মন্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। ২০১৫ সালে সিনেমাটি মুক্তি পায়

একই বছরে ‘পাগলা দিওয়ানা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’সহ মোট ছয়টি সিনেমা মুক্তি পায়

২০১৬ সালে পরীমনি অভিনীত ‘পুড়ে যায় মন’, ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘রক্ত’ সিনেমা মুক্তি পায়

গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান পরীমনি। এতে অভিনয় করে দর্শক-সমালোচদের প্রশংসা কুড়ান তিনি। পরীমনির সর্বশেষ সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী 

গত বছর ফোর্বস ম্যাগাজিনের জরিপে ১০০ জন ‘এশিয়া-প্যাসিফিকস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সেলেব্রিটিস অন স্যোশাল মিডিয়া’র তালিকায় স্থান পান পরীমনি