পরিবেশ

শনিবার থেকে কমতে পারে বৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (১৮ জুন) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে, আগামীকাল শনিবার থেকে দেশে বৃষ্টি কমতে পারে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, কয়েকদিন ধরে চলমান বৃষ্টিপাত আজও অব্যাহত থাকতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরের তিন দিনে অর্থাৎ শনি, রবি ও সোমবার বৃষ্টি কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে ১০৫ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৮ মিলিমিটার।

এদিকে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।