জাতীয়

লকডাউন: ১ জুলাই থেকে কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তি

কোভিড-১৯ সংক্রমণ রোধে ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে ৭ দিনের জন্য কঠোর লকডাউন চলবে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই কঠোর শাস্তি দেওয়া হবে।

মঙ্গলবার (২৯ জুন) সরকারের এক তথ‌্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। 

তথ‌্য বিবরণীতে বলা হয়, কঠোর বিধিনিষেধের সময় সরকারি, বেসরকারি অফিসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকর্তা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

করোনা রোধে মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, লকডাউনে সরকারি বিধিনিষেধ নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মাঠে থাকবে।  স্বাস্থ‌্যবিধি মেনে চলাসহ লকডাউন কড়াকড়িভাবে প্রতিপালনে এই প্রথম সেনাসদস‌্যদের মাঠে নামানো হচ্ছে।