সারা বাংলা

বগুড়ায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ১২৭ 

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৮ ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন বগুড়ার এবং বাকি ৩ জন অন্য জেলার বাসিন্দা। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হলো।

এছাড়া, নতুন করে আরও ১২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় সুস্থ হয়েছেন ৬১ জন।

বুধবার (৩০ জুন) বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন— বগুড়া সদরের নুর বানু (৪৫), সুরেশ চন্দ্র (৬৫), অতুল দেবনাথ (৬০), শাহনাজ পারভীন (৪০) ও গৌর চরণ (৬৭), নাটোর জেলার হেলাল (৫৮) ও আব্দুস সাত্তার (৬৫) এবং নওগাঁর আলতাব হোসেন (৭৬)। এদের মধ্যে নুর বানু, সুরেশ, অতুল ও হেলাল সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে, আব্দুস সাত্তার ও আলতাব শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং শাহনাজ ও গৌর চরণ টিএমএসএস হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২৪ ঘণ্টায় ৩৩৬ নমুনার মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৩৯টি নমুনায় ৭৯ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১২ নমুনায় ৪ জনের, অ‌্যান্টিজেন পরীক্ষায় ৫৬ নমুনায় ২৬ জনের এবং টিএমএসএস মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৯ নমুনায় ১৮ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৭ দশমিক ৭৯ শতাংশ। নতুন ১২৭ জনের মধ্যে সদরের ৭৮ জন,  আদমদীঘিতে ১৩ জন, দুপচাঁচিয়ায় ১০ জন, গাবতলীতে ৭ জন, শিবগঞ্জে ৬ জন, সারিয়াকান্দি ৫ জন, শাজাহানপুরে ৫ জন,  নন্দীগ্রামে ২ জন এবং শেরপুরে একজন আক্রান্ত হয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, এনিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার  ৮৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৬১২ জন। মোট মৃত্যুর সংখ্যা ৩৯৪ জন। বর্তমানে করোনায় চিকিৎসাধীন আছেন ৮৩৩ জন।