সারা বাংলা

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফিরলেন আরও ৪ জন

ভারতে আটকে পড়া আরও চার বাংলাদেশি সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। রোববার সকাল থেকে সন্ধ্যা নাগাদ তারা দেশে প্রবেশ করেন। সোনামসজিদ ইমিগ্রেশন কর্মকর্তা জাফর ইকবাল ও জেলা সিভিল সার্জন ডা.জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

ইমিগ্রেশন কর্মকর্তা জাফর ইকবাল জানান, দুপুর ১২ টার দিকেই হঠাৎ করেই ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় আজ তারা আটকে পড়া চার বাংলাদেশিকে ফেরত পাঠাবেন। দেশে ফেরার পর চার জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

জেলা সিভিল সার্জন জানান, চার জনকে স্থানীয় একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইসে সংক্রমণের কোনো উপসর্গ পাওয়া যায়নি। তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

তিনি জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এ নিয়ে মোট ৯৮ জন আটকে পড়া বাংলাদেশি ফিরেছেন। ৯৪ জনের কোয়ারেন্টাইন শেষ হওয়ায় তাদের বাড়িতে পাঠানো হয়েছে।