পরিবেশ

লকডাউনের বিধি ভঙ্গ, লালবাগে শতাধিক গ্রেপ্তার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। এসব বিধি ভঙ্গের দায়ে রাজধানীর লালবাগে মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১টা পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিন মোল্লা রাইজিংবিডিকে জানিয়েছেন, ডিএমপি কমিশনারের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সকাল থেকে লালবাগে টহল এবং ১৭টি চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া, সচেতনতামূলক কার্যক্রম ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে ঢাকেরশ্বরী মন্দির, লালবাগ কেল্লা, বংশাল, নবাবপুরসহ আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়েছে। মানুষজন যেন বিনা কারণে ঘর থেকে বের না হয়, সেজন্য তাদের অনুরোধ করা হচ্ছে। তারপরও এসব এলাকার কিছু কিছু জায়গায় মানুষের জটলা দেখা গেছে।