সারা বাংলা

রূপগঞ্জে কারখানায় আগুন: লাশের সংখ‌্যা বাড়ছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানার আগুন ২১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় শুক্রবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত তিনজনের মৃত‌্যুর তথ‌্য নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ আছেন অর্ধশতাধিক শ্রমিক। তাদের অধিকাংশই মারা গেছেন বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। কারাখানা থেকে একের পর এক লাশ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ছয় তলা বিশিষ্ট ওই কারখানা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কারখানাটির ভেতরে বিভিন্ন রাসায়নিকসহ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। ভবনটিতে ফাটল ধরায় আরও সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।

শুক্রবার ভোর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কারখানা এলাকায় স্বজনদের ভিড় বাড়ছে। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে কারখানা এলাকার পরিবেশ।