নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৯ জুলাই) এ ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
ওই কারখানায় আগুন লাগার পরপরই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের হতাহতের খোঁজ নেওয়ার নির্দেশ দেন শ্রম প্রতিমন্ত্রী। হাসপাতালে থেকে আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়ে তদারকি করারও নির্দেশ দিয়েছেন তিনি।