জাতীয়

করোনামুক্তির জন্য দোয়া

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র জুমার নামাজ শেষে করোনামুক্তির জন্য দেশ, জাতি ও বিশ্ববাসীর জন্য দোয়া কামনা করা হয়েছে।  দোয়া-মোনাজাত করেন বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মাওলানা মুহিব্বুল্লাহ বাকী নদভী।

মোনাজাতে তিনি করোনায় যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত এবং যারা অসুস্থ তাদের দ্রুত রোগমুক্তির জন্য দোয়া করেন।  বিশেষ করে করোনায় যারা ফ্রন্টলাইনে কাজ করছেন সেই চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সুস্থতা ও তাদের দীর্ঘ হায়াত কামনা করেন।

এদিকে, লকডাউনের কারণে মুসল্লির সংখ্যা একেবারেই কম ছিল।  কিন্তু  এই শুক্রবার (৯ জুলাই) থেকে মুসল্লির সংখ্যা বাড়ছে। জুমার নামাজে বায়তুল মোকাররমের ভেতরে, উপর-নিচে উল্লেখযোগ্য মুসল্লির উপস্থিতি দেখা গেছে।

শুক্রবার সরকারের স্বাস্থবিধি মেনে মুসল্লিরা জুমার নামাজ আদায় করেছেন। তাদের অধিকাংশের মুখে মাস্কপরা ছিল। জুমার নামাজ পড়তে অনেকেই বাসাবাড়ি থেকে অজু করে, জায়নামাজ নিয়ে মসজিদে আসেন। শারীরিক দূরত্ব বজায় রেখে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।