সারা বাংলা

শায়েস্তাগঞ্জে ১০০ পরিবারে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

করোনা ভাইরাস থেকে রক্ষায় সরকার ঘোষিত চলমান লকডাউনে বেকার গাড়ী শ্রমিক, পত্রিকা বিক্রেতা ও রবিদাসসহ ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ জুলাই) বিকেলে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করে দেয়া হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো মিনাহজুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান উপস্থিত থেকে ওই খাদ্যসামগ্রীগুলো বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, শায়েস্তাগঞ্জ জিপ সমিতির সভাপতি আতাউর রহমান মাসুক ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত প্রমুখ।