পজিটিভ বাংলাদেশ

ডিজিটাল মার্কেটিংয়ে সফল প্রবাসী ইব্রাহিম খলিল

ইব্রাহিম খলিল। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি তরুণ। তিনি ডিজিটাল মার্কেটিংয়ে সফলতা পেয়েছেন। ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি, কনটেন্ট প্ল্যানিং অ্যান্ড মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, গুগোল অ্যাডসেন্স, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ই-মেইল ক্যাম্পেইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, লিড জেনারেশন, কনভার্সন ফানেল, ন্যাটিভ অ্যাডস সেক্টরে সফলভাবে কাজ করছেন তিনি। 

ইব্রাহিম খলিল ২০১৩ সালে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া পাড়ি জমান। ইংরেজি ভাষার উপর চার বছরের কোর্স শেষে সেখানেই মোশাররফ হোসেন নামে পরিচিত এক বড় ভাইয়ের পরামর্শে একটি ফার্মে কাজ নেন। সেখানে কাজ করতে করতে মাথায় আসে ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়। তিনি বলেন, বিভিন্ন জায়গায় যোগাযোগের পর ওমান প্রবাসী আমার বন্ধু আহমেদ রাসেল আমাকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে অনেক কাজ শিখিয়ে দেন। ২০১৮ সালে শুরু করে এখনো পর্যন্ত অনেক কাজ করি। অন্যান্য কাজের পাশাপাশি মাসপ্রতি প্রায় ১ লাখ টাকা আয় হয় আমার।

তিন আরও বলেন, লেখাপড়া অবস্থায় চেয়েছিলাম, বাংলাদেশে গিয়ে কিছু করবো। কিন্তু মালয়েশিয়ায় কাজের সুযোগ হওয়ায় এখানে রয়েছি। বর্তমানে আমি ডিজিটাল মার্কেটিংসহ বেশকিছু সেক্টরে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে মাসে লক্ষাধিক টাকা আয় করি। আশা করি এই আয়ের পরিমাণ দিন দিন বাড়বে। ভবিষ্যতে দেশে এসে বড় করে এই কাজ করার ইচ্ছা আছে। দেশের বেকার যুবকদের কাজ শেখানোরও ইচ্ছা রয়েছে আমার। 

অনেক আগে থেকেই নিজের ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেওয়ার অভিপ্রায় ছিল। বর্তমানে সেই লক্ষ্যে কাজও করতেছি। আর তাই Digital mediahub bd নামের একটি এজেন্সি খুলি, আর Digital mediahub bd টিম সদস্যদের নিয়ে কিছু দেশি ও ইন্টারন্যাশনাল ক্লাইন্ট সার্ভিস দিচ্ছি। সামনে আরও বড় পরিসরে কাজ করে Digital mediahub bd নামের মিডিয়া এজেন্সিকে এগিয়ে নিয়ে যেতে চাই।  ইব্রাহিম খলিল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।