সারা বাংলা

টাকার বিনিময়ে নয়, হাসির বিনিময়ে মিলছে ওষুধ অক্সিজেন

ওষুধ, খাবার, অক্সিজেন- সব ফ্রি! খুলনা ১৩০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালের সামনে মানবতার দোকানে বিনামূল্যে মিলছে এসব। করোনা রোগীদের জন্য সেখানে বিনামূল্যে ওষুধ, অক্সিজেন সিলিন্ডার এবং রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। খুলনা অক্সিজেন ব্যাংক এই প্রশংসনীয় মহতী আয়োজনের উদ্যোক্তা।

অক্সিজেন ব্যাংকের সদস্যরা জানান, খুলনায় করোনা হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। অনেক মুমূর্ষু রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। অনেকের স্বজন অর্থাভাবে না খেয়ে থাকেন। অনেকের হয়তো দামী ওষুধ কেনার সামর্থ্য নেই। সবকিছু বিবেচনা করে গত ১৫ জুন থেকে মানবতার দোকান খোলা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, করোনা হাসপাতালের সামনেই বাঁশের খুটির সঙ্গে সামিয়ানা টাঙিয়ে অস্থায়ী দোকান তৈরি করা হয়েছে। দোকানে অক্সিজেন সিলিন্ডার, টেবিলে ওষুধপত্র নিয়ে বসে আছেন সংগঠনের কর্মীরা। তারা ২২ প্রকার ওষুধ বিনামূল্যে দিচ্ছেন।

খুলনা অক্সিজেন ব্যাংকের কোষাধ্যক্ষ মো. আসাদ শেখ বলেন, ‘খুলনা অক্সিজেন ব্যাংক করোনার শুরু থেকেই মানবিক কার্যক্রম পরিচালনা করছে। লকডাউনে কর্মহীন, অসহায়, পথ শিশুদের খাবার বিতরণ, জরুরি প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ এর অন্যতম।’ কথাপ্রসঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের ২ হাজারেরও বেশি অক্সিজেন সিলিন্ডার তারা সরবরাহ করেছেন। তারই ধারাবাহিকতায় এই মানবতার দোকান। এখানে সাধারণ যে কেউ সেবা নিতে পারবেন।

খুলনা অক্সিজেন ব্যাংকের উপদেষ্টা শাহ জিয়াউর রহমান স্বাধীন বলেন, গ্রাম থেকে আসা অসহায় রোগীর স্বজনেরা হাসপাতালে এসে জরুরি প্রয়োজনীয় জিনিস পাওয়ার জন্য ছোটাছুটি করেন। তাদের হয়তো অনেক সময় খাওয়াও হয় না। যে কারণে রোগীর স্বজনদের আমরা প্রতিদিন দুপুরে খাবার দিচ্ছি। আমরা টাকার বিনিময়ে সেবা দেই না, হাসির বিনিময়ে দেই।

এই উদ্যোগ নগরীতে সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছে প্রশংসীত। অনেকেই ‘এমন উদ্যোগ আগে দেখিনি’ মন্তব্য করেছেন। পাশাপাশি তারা সমাজের বিত্তবানদের এমন উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।  

এ ধরনের উদ্যোক্তারা ‘সমাজের নক্ষত্র’ উল্লেখ করে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি বলেন, ইতিহাস সৃষ্টি করলো খুলনার গুটিকয়েক ছেলে। হাসির বিনিময়ে ফ্রি সেবা- সত্যি অভাবনীয় ব্যাপার!

করোনাকালে বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠন খুলনায় ফ্রি অক্সিজেন সেবা, খাদ্যবিতরণ, ফ্রি অ্যাম্বুলেন্স সেবাসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। খুলনা অক্সিজেন ব্যাংক এর অন্যতম।