ভারতীয় জনপ্রিয় ব়্যাপার হানি সিংয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী শালিনী তালওয়ার। উইমেন প্রটেকশন অ্যান্ড ডমেস্টিক ভায়োলেন্স আইনে মামলা দায়ের করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৩ আগস্ট (মঙ্গলবার) চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট তানিয়া সিংয়ের উপস্থিতিতে মামলা দায়ের করা হয়। দিল্লির তিস হাজারি আদালত থেকে হানি সিংয়ের কাছে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ আগস্টের মধ্যে তাকে এই বিষয়ে উত্তর দিতে হবে। এছাড়া আদালতের পক্ষ থেকে শালিনীর পক্ষ নিয়ে অন্তর্বতীকালীন নির্দেশিকা দেওয়া হয়েছে। ফলে হানি সিং তাদের যৌথ মালিকানার সম্পত্তি বিক্রি করতে পারবেন না।
হানি সিং ও শালিনী তালওয়ার ছোটবেলা থেকেই একে অপরকে পছন্দ করতেন। ২০১১ সালের ২৩ জানুয়ারি বিয়ে করেন তারা। তবে ২০১৪ সালে একটি রিয়েলিটি শোয়ে স্ত্রীকে সকলের সামনে আনেন হানি।
এরপর নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন হানি সিং। মাঝে বাইপোলার ডিজঅর্ডারের শিকার হন এই গায়ক। সেই সময় হানিকে কখনো ছেড়ে যাবেন না বলে জানিয়েছিলেন শালিনী।