সারা বাংলা

২৫ হাজার টাকা করে সহায়তা পাচ্ছে বজ্রপাতে নিহতদের পরিবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে নিহত ১৬ জনের পরিবাররে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দাফনে এ সহায়তা দেওয়া হচ্ছে। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মৃত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এই সহায়তা মরদেহ দাফনের জন্য। এছাড়া, আহতদের ফ্রি চিকিৎসার জন্য সহায়তা দেওয়া হবে।’

পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব জানান, এ ঘটনায় ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। মারা গেছেন ১৬ জন। নিহতদের মধ্যে বরের বাবা, চাচা, নানা, নানি, মামা, মামি, মামাতো ভাই, খালা, খালাতো ভাই ও চাচাতো বোন রয়েছেন। 

উল্লেখ্য, বুধবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাঁকা ইউনিয়নে তেররশিয়া এলাকায় বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরসহ প্রায় ২০ জন। সব মিলিয়ে সেখানে ছিলেন ৫০-৫৫ জন। দক্ষিন পাঁকা নদীরঘাটে গেলে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

মেহেদী হাসান/ইভা