অর্থনীতি

পুঁজিবাজারের চ্যালেঞ্জ উত্তোরণ করা সম্ভব : বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, পুঁজিবাজারের কর্মকাণ্ড একটু ভিন্নতর। তবে অভিজ্ঞতার আলোকে পুঁজিবাজারের সেসব চ্যালেঞ্জ যথাযথভাবে উত্তোরণ করা সম্ভব৷ দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগকারীদের স্বার্থ এবং বিএসইসি’র নির্দেশনা পালন করা।

সোমবার (৯ আগস্ট) সিকিউরিটিজ কমিশন ভবনে সাক্ষাত করতে আসা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নব-নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়াকে স্বাগত জানিয়ে বিএসইসির চেয়ারম্যান এসব কথা বলেন।

ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, ডিএসই’র নবনিযুক্ত ব্যাবস্থাপনা পরিচালকের আইসিটি খাতে যে অভিজ্ঞতা রয়েছে, তাকে কাজে লাগিয়ে ডিএসই’র যে সকল চ্যালেঞ্জ আছে সেগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব।

এ সময় বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান, মো. আব্দুল হালিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া বিএসইসির চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশের জাতীয় অর্থনীতিতে পুঁজিবাজারের বড় ভূমিকা রয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারলে সেটাই হবে আমার বড় অর্জন।’ 

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক প্রযুক্তিগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডিএসইকে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের ওপর বিশেষ গরুত্বআরোপ করে বলেন, ‘ডিএসই’র উন্নয়নের জন্য আমি কিছু লক্ষ্য নির্ধারণ করেছি৷ এর মধ্যে পিপলস, প্রোডাক্ট, প্লাটফর্ম, প্রসেস এবং পলিসি৷ এগুলো বাস্তবায়ন করা গেলে ডিএসই অবশ্যই পূর্ণাঙ্গরূপে ডিজিটাল হবে৷ এ কাজের জন্য সর্বপ্রথম প্লাটফর্মের উপর গুরুত্ব দেওয়া হবে।’ 

তারিক আমিন ভূঁইয়া বলেন, ‘একটি ভালো প্লাটফর্ম স্টক এক্সচেঞ্জকে অনেক বেশি গতিশীল করে তুলতে পারে৷ বিশেষ করে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) এর আধুনিকায়ন গুরুত্বপূর্ণ। তাই ডিএসই প্লাটফর্মের উপর আমাদের অধিক গুরুত্ব থাকবে।’